নওগাঁর ধামইরহাটে প্রথম বারের মত দার্জিলিং জাতের কমলার চারা রোপন করা হয়েছে।
৩০ নভেম্বর উপজেলা কৃষি বিভাগের ব্যবস্থাপনায় উপজেলার আলমপুর ও উপজেলা পরিষদ চত্বরে এই চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।বিরল জাতের এই কমলার চারা রোপনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের চৌকশ কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, বাহির থেকে আগত বিদেশী কমলার চারাগুলো খুবই উন্নত ও উচ্চ ফলনশীল, দ্রুত গাছে ফল ধরে ও খুবই সুস্বাদু। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্তরে এই চারা ছড়িয়ে দিকে উপজেলা কৃষি বিভাগ কাজ করছে।