কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ বোতল ফেনসিডিল ও ৫০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার হোলোখানা বানিয়াপাড়া এলাকার আইয়ুব আলীর পুত্র এরশাদুল (২৮) ও রাজারহাট উপজেলার বালাকান্দি কৈকুড়ি (ফরকেরহাট) এলাকার মৃত রহিম উদ্দিনের পুত্র শাহআলম আলম (৩২)।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী কলেজ মোড়ে অভিযান চালিয়ে ১টি মোটর সাইকেল ও কাপড়ের তৈরী ব্যাগের ভিতর ১০ বোতল ফেন্সিডিল এবং ৫০ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) রওশন কবীর জানান, আটকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।