কনকনে শীতে গরীব-অসহায় ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাফিউল আলম। এসময় সঙ্গে ছিলেন পিআইও মোঃ আজিজুর রহমান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রাতে উপজেলার শ্যামপুর,শ্রীচন্দ্রপুর,কৈগাড়ি সহ বিভিন্ন স্থানে শীতে কষ্ট পাওয়া শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল তুলে দেন ইউএনও।
ইউএনও এর হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল শীতার্থ মাঝে বিতরণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।