কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল(নুরু মন্ডল) মঙ্গলবার রাত ৯টায় তার নিজ বাড়ি রায়গঞ্জ বাজার থেকে আন্ধারীঝাড় বাজারে মোটর সাইকেলে আসার পথে আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে ট্রলির সাথে ধাক্কা লাগে এ অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে পরে রাত সাড়ে ১০ টার সময় তার মৃত্যু হয়।
এদিকে ট্রলিটি জনগণ আটক করেছে,এবং ট্রলির চালক আহত অবস্থায় তাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয় । নুরু মন্ডল রায়গঞ্জ ইউনিয়নে দুই বার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজ বুধবার রায়গঞ্জ হাইস্কুল মাঠে দুপুরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।