গাইবান্ধার ফুলছড়িতে ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার। ২ ডিসেম্বর বুধবার দুপুরে ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজারে উদাখালী ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন করা হয়।
ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উদাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মিয়া প্রমুখ।
এরআগে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপজেলার কঞ্চিপাড়া এম.এ.ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করেন এবং এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।