জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও কটুক্তির প্রতিবাদে মান্দায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবাব বিকালে উপজেলার প্রসাদপুর বাজরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনটি। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সন্ধ্যা রাণীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অুনপ কুমার মহন্ত….
বিক্ষোভ মহাসমাবেশ কর্মসূচিতে মৌলবাদী, জঙ্গি, ধর্মব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।