কুড়িগ্রামে জাতীয়করন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল গননা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত পত্র প্রত্যাহার এবং সমস্যাগুলোর সমাধানের দাবীতে মানব বন্ধন করেছে জাতীযকরন প্রাথমিক শিক্ষক মহাজোট কুড়িগ্রাম জেলা কমিটি।
মঙ্গলবার (৮অক্টোবর) কাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মোছা: শাহনাজ পারভীন, যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান বকসী, ভুরুঙ্গামারী উপজেলার সাধারন সম্পাদক মো: আলফাজ আলম, উলিপুর উপজেলার সাধারন সম্পাদক মো: আবদুল্লাহ সোহেল বাকী, ফুলবাড়ী উপজেলার সাধারন সম্পাদক মো: গোলাম মোস্তফা, নাগেশ্বরী উপজেলার সভাপতি এ টি এম রিয়াজুল ইসলাম ও রাজারহাট উপজেলা সভাপতি মো: আ: রহমান প্রমূখ।