রাজশাহীর পুঠিয়ায় শীতের শুরুতেই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।
গতকাল মঙ্গলবার বিকালে পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা (গুচ্ছগ্রাম) দুদুরমোড় এলাকায় অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়েছে।
ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ অব্যাহত রাখা হবে। এসময়ে তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্ত্ববান মানুষকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।