রাজশাহীর পুঠিয়ায় ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ শ্লোগানে ২৫ নভেম্বর থেকে ১০শে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে একটি মানবন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়ীতাদের সম্বর্ধনা প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন।