এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ যুবলীগ নেতা নাহিদ আলম রানাকে দেখতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. সাইফুল ইসলাম এ্যাডভোকেট ৯ ডিসেম্বর বুধবার রাতে ছুটে যান তিনি।
এসময় তার সাথে যুবলীগ নেতা সারওয়ার রহমান এমিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক এই যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাজী মো: সাইফুল ইসলাম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রথমে নাহিদ আলম রানার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয় এবং চিকিৎসকদের কাছেও অগ্রগতি সম্পর্কে জানতে চান।
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসারত রোগীদের সাথেও কথা বলেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন।
এর আগে গত বুধবার অসুস্থ হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন যুবলীগ নেতা নাহিদ আলম রানা।