গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সহকারী কমিশনার ভূমি মেরিনা আফরোজ, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।