“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার”এই স্লোগানকে সামনে রেখে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়িতে সীমিত পরিসরে বেগম রোকেয়া দিবস-২০২০ পালন করা হয়েছে।
রবিবার (১৩ডিসেম্বর২০২০) সকাল ১০টায় পৌরসভার সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার সদস্য সচিব প্রভাত’র সঞ্চালনায়, খাগড়াছড়ি পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-৩ সালেহা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএনসিসি’র সদস্য শেফালিকা ত্রিপুরা।
পৌরসভার সচিব, পারভিন আক্তার খোন্দকার, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর অতিশ চাকমা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা আক্তার প্রমূখ।
এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।