কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী বটতলা গ্রামে ১২ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
মধ্য রাবাইতারী বটতলা বাজার যুব সংগঠন কর্তৃক আয়োজিত আকর্ষনীয় রাত্রিকালীন হাডুডু প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ২৬ কুড়িগ্রাম- ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ এর পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন ৩ নং ওয়াডের ইউপি সদস্য হাফিজুর রহমান ও ২ নং ওয়াডের মোঃ হযরত আলী, সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান ব্যাপারীর পুত্র ব্যবসায়ী ও সমাজ সেবক আল মামুন সুজন, মধ্য নওদাবশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক বসুনিয়া প্রমূখ।
খেলা দেখতে হাজারো মানুষের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে। গ্রামীন ঐতিহ্যবাহী হাডুডু খেলা এ জনপদের মানুষের অতি প্রিয়। তাই এ খেলাটি আয়োজনের কথা শুনলেই দেখতে ছুটে আসেন সব বয়সী মানুষ। রাতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভীরের কারণে অনেকেই খেলা দেখতে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন।