ময়মনসিংহে দইয়ের ওজনে কারচুপি, সারের মূল্য বেশি রাখা অভিযোগ এর ভিত্তিতে ২টি প্রতিষ্ঠানকে ৪০০০ টাকা জরিমানা করা হয় এবং কুরিয়ার সার্ভিসে মালামাল হারিয়ে যাওয়ার প্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে অভিযোগকারীকে প্রদান করা হয়।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক এ জরিমানা করে ক্ষতিপূরণ আদায় করা হয়। পরে ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক অভিযোগকারীদের প্রণোদনার ২৫% এবং ক্ষতিপূরণের ৫০০০ টাকা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রমানসহ অভিযোগ করার পরামর্শ দেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়, ২৩৭ নম্বর কক্ষ, জেলা প্রশাসক এর কার্যালয়, ময়মনসিংহ।
ফোন : ০১৩১৮-৩৯৬৯৩৬
ইমেইল : ad-mymensingh@dncrp.gov.bd
ভোক্তা অধিকার হটলাইন : ১৬১২১