রাকিবুল হাসান,,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির পক্ষ থেকে হতদরিদ্র শ্রী ভক্তরাম।
জানাগেছে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের ভারত পাড়ার দিনমজুর শ্রী ভক্তরাম দিন আনে দিন খায়, জমাজমি বলতে যেটুকু ছিলো তাও তিস্তা নদী গর্ভে বিলীন, রেহাই পায়নি বাড়ি ভিটাটুকুও, অন্যের জায়গায় ঠাঁই নিয়ে আছে। শতকষ্টে বড় মেয়েকে বিয়ে দিয়েছে কিন্তু ছোট মেয়ে রনিকা (১৮) কে বিয়ে দিতে দিশেহারা, হাতে নেই টাকা পয়সা, কি দিয়ে কি করবে বিষয়টি তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির সদস্যগন জানতে পেয়ে হতদরিদ্র শ্রী ভক্তরামের মেয়ের বিয়েতে নগদ ৫ হাজার টাকা দিয়ে সহায়তা প্রদান করেন, শ্রী ভক্তরামের পক্ষে টাকা গ্রহন করেন শ্রী বাদল চন্দ্র।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মমিন উদ্দিন ব্যাপারী, হাসান কাজী, এনামুল হকসহ সদস্যবৃন্দ।