রাকিবুল হাসান,, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সর্দার পাড়া গ্রামে (১৬ ডিসেম্বর ) মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) সকাল ১০ঘটিকায় ভলিবল টুনামেন্ট আয়োজন করা হয়।
উক্ত খেলায় যে কয়টি দল অংশগ্রহণ করেন, (১)কর্ণফুলী স্পোর্টিং ক্লাব (২) মেঘনা স্পোর্টিং ক্লাব (৩) যমুনা স্পোটিং ক্লাব(৪) পদ্মা স্পোর্টিং ক্লাব।
এই চারটি(৪)টি দল লড়াই করে মেঘনা প্রথম স্থান দখল করে দ্বিতীয় স্থান দখল করে যমুনা।
সে সময় আকরামুল হক (মাজেদুল) খেলায় উপস্থিত থেকে তাদের হাতে পুরুস্কার তুলে দেন।