আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:-
গাইবান্ধা-বালাসীঘাট সড়কে বালুবাহী কাঁকড়া গাড়ীর চাকার নিচে পিষ্ট হয়ে নুরে আলম সাজু (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ১৭ ডিসেম্বর বিকেলে উক্ত সড়কের ফলিয়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত নুরে আলম সাজু উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মদনের পাড়া বাজারের ব্যবসায়ী নুরে আলম সাজু গাইবান্ধা থেকে বাড়ী ফেরার পথে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের ফলিয়া নামক স্থানে এসে পৌঁছালেবিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি কাঁকড়া গাড়ী তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক নুরে আলম সাজু কাঁকড়ার চাকার নিচে পরে ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনার পর স্থানীয়রা কাঁকড়া গাড়ীটিকে আটক করেছে।
ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ ও স্থানীয় ইউপি সদস্য শামসুজ্জোহা মিয়া কাঁকড়ার চাকায় পিষ্ট হয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।