বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামের রণমিত্রে পুত্র ইঞ্জিনিয়ার রগুনাথ মিত্র (৫০) এর সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যু হয়েছে।
জানা গেছে, খুলনা-মাওয়া মহাসড়কের সাধের বটতলা নামক স্থানে মটোরসাইকেল গত ১৩ ডিসেম্বর সকাল ১০টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে কাটাখালী হাইওয়ে থানার এ.এস.আই আব্দুল আজিজ শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গত শুক্রবার (১৮ ডিসেম্বর) ১২.৪৫ মিঃ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রামে সেভেন রিং সিমেন্ট কোম্পানীতে ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্ধান রেখে গেছে