কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছে সেখানকার কেন্দ্রীর কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ।
জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আশরাফুল হক রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু বকর সিদ্দিক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত ছিলেন।
তার বিরুদ্ধে দলের সুনির্দিষ্ট অভিযোগ ছিল।
দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুসারে কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।