সেচ পাম্প দিয়ে বোরা বীজতলায় পানি দিতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে । নিহতের নাম আব্দুল মালেক (৪৮)। সে ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।ওই গ্রামের আব্দুল জলিল জানান, সেচ পাম্প দিয়ে বীজতলায় পানি দিতে যান আব্দুল মালেক। অসাবধানতাবসত সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে মারাক্তক আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘাষনা করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।