গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল আধুনিকায়নের মাধ্যমে চালু করার দাবীতে আগামীকাল ২৭ ডিসেম্বর রবিবার মহিমাগঞ্জে জনসভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ডাকে অনুষ্ঠিতব্য এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, দলের সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। মহিমাগঞ্জ ডাকবাংলো মাঠে দুপুর দুইটায় এ জনসভা অনুষ্ঠিত হবে বলে ব্যাপক প্রচারণা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলাা শাখার সভাপতি এমএ মতিন মোল্লার সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, দলের পলিট ব্যুরো সদস্য ও কৃষক নেতা কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ আখচাষী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।