দিনাজপুরের ঘোড়াঘাট প্রতিনিধি হিসেবে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনে নিয়োগ পেলেন মো. সুলতান কবির।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এশিয়ান টেলিকাষ্ট লিমিটেড (এশিয়ান টিভি) – তে তাকে নিয়োগ দেয়া হয়।
সাংবাদিকতার পাশাপাশি তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে আইনের শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও তিনি বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকন্ঠ সহ কয়েকটি আঞ্চলিক পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকা ও এলাকার মানুষকে ভালোবেসে নিজ স্বার্থকে বলি দিয়ে নিজের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বাকি জীবন ঘোড়াঘাট বাসীর সুখে দুঃখে পাশে থাকার কথা জানান। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন তিনি।