নওগাঁর ধামইরহাটে মান সম্মত দন্ত চিকিৎসা প্রদানের লক্ষে জি’ আহমেদ ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় ধামইরহাট পৌর সদরস্থ্য ওয়াল্টন শো-রুম সংলগ্ন ফিরোজা কমপ্লেক্সের ২য় তলায় জি’ আহমেদ ডেন্টাল কেয়ারের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় বিশিষ্ট সমাজসেবক নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী ড. আখতারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সমাজসেবা দপ্তরের সরকারী কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপ-মহাসচিব এ.টি.এম ফসিউল আলম, জি’ আহমেদ ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসক ডা. মো. মামুনুর আলম বাদশা (বি.ডি.এস ঢাকা ডেন্টাল কলেজ) ও ডা. মোবাশ্বেরা সায়মা (বি.ডি.এম ডি.ইউ), সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সুধীজন স্বল্পমুল্যে মান সম্মত দন্ত চিকিৎসা প্রদানে দায়িত্বপালনকারী দুই দন্ত চিকিৎসককে আহবান জানান। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা সপ্তাহে ৬ দিন রোগী দেখবেন বলে জি’ আহমেদ ডেন্টাল কেয়ার প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন।