কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় “ভূরুঙ্গামারী ফাউন্ডেশন” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সারাদিনব্যাপী অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রায় দুইশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী ফাউন্ডেশনের সভাপতি আশিক শিকদার, সাধারণ সম্পাদক রাশেদ ব্যপারীসহ উক্ত ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবীবৃন্দ। ভূরুঙ্গামারী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামিলীগ এর সাবেক সহসভাপতি ও সাবেক তথ্য ও বেতার মন্ত্রী-১৯৭৩ এম কোরবান আলী সাহেবের দৌহিত্র মোঃ হেদায়েতুল ইসলাম খান রোমান জানান, তাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে এবং পুরো ভূরুঙ্গামারী উপজেলাব্যাপী হতদরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা চাইলে এই উদ্যোগে সামিল হতে পারেন।