বর্তমানে চলছে শৈত্যপ্রবাহ। সকাল থেকেই ঘন কুয়াশায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সঙ্গে যুক্ত হয়েছে কনকনে ঠান্ডা বাতাস। তীব্র শীতে ভূরুঙ্গামারীর মানুষের জনজীবন স্থবির। শীতে দুর্ভোগ বেড়েছে সব শ্রেণির মানুষের। যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে।
“গ্রীণ ভয়েস” ভুরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে ২ জানুয়ারি ২০২১, বিকাল ৪ ঘটিকায় কুড়িগ্রাম জেলার প্রত্যান্ত অঞ্চল ভুরুঙ্গামারী উপজেলার নলেয়ার, উত্তর চর,শর্শার পাড়ে মোট ৫৮ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গ্রীণ ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ লিমন মিয়া, ভুরুঙ্গামারী উপজেলা শাখার মোঃ শামীম হোসেন, মোঃ শামীম রানাসহ রিপন, জিয়াউর, তামিম ইকবাল, শাহাজালাল এবং স্থানীয় মুরুব্বিগন ও শিক্ষক জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন শীতে চরম ভোগান্তিতে হতদরিদ্ররা। মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই। তারা এসব উন্নয়ন মুলক কাজের জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে বলেন।