গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আ’লীগের তিন প্রার্থীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ৬ জানুয়ারি বুধবার সকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য খয়বর হোসেন মওলা ও দেবাশীষ সাহা। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অংশগ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পদ হতে অব্যাহতি প্রদান করা হয় এবং তাদেরকে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না, তা জানাতে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।