ঘোড়াঘাটে টিএমএসএস(ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ)’র উদ্যোগে ৫ শতাধিক দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং শীত সামগ্রী বিতারণ করেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃৃহস্পতিবার ৭ জানুয়ারি সকালে ঘোড়াঘাট টিএমএসএস অফিস মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রথম দফায় একটি কম্বল,দুটি প্যান্ট, দুটি টি সার্ট,একটি স্লো,দুটি ভ্যেসলিন ও তিনটি মাক্স ৫০০ অসহায় পরিবারের জন্য সহায়তা হিসেবে এসব সামগ্রী দিয়েছে প্রতিষ্ঠানটি। ঘোড়াঘাট পৌরসভা সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল ও শীত সামগ্রী প্রদান করে।
কম্বল ও শীত সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আঃ রাফে খন্ডকার সাহান শাহ, থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, টিএমএসএস রংপুর-৪ জোন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান,গাইবান্ধা পলাশবাড়ী জোন প্রধান মোঃ মাছুদুর রহমান,ঘোড়াঘাট টিএমএসএস অঞ্চল প্রধান আবু সাইদ,শাখা প্রধান মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, করোনাভাইরাস এর কারণে সামাজিক দূরুত্ব বজায় রেখে সচেতনতার সাথে এ বিতারণ কার্যক্রম পরিচালনা করা হয়।