রংপুর বিভাগের পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহন অনুষ্ঠান বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচিত পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও নির্বাচিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরগণ শপথ গ্রহন করেছেন।
৭ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ৩টায় স্থানীয় বিভাগ রংপুর বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগ রংপুর বিভাগীয় পরিচালক ইব্রাহিম খান। অনুষ্ঠানের শুরুতে রংপুর বিভাগী কমিশনার কার্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আতাউর রহমান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে শপথ গ্রহন করেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং ওয়ার্ডের জান্নাত আরা শিরিন, ২নং ওয়ার্ডের সাজেদা বেগম, ৩নং ওয়ার্ডের শাহিনুর বেগম, ৯টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর ১নং ওয়ার্ডের মাহমুদুল হাসান, ২নং ওয়ার্ডের মঞ্জুরুল তালুকদার, ৩নং ওয়ার্ডের আব্দুস সোবাহান, ৪নং ওয়ার্ডের মাসুদ করিম, ৫নং ওয়ার্ডের মতিয়ার রহমান, ৬নং ওয়ার্ডের লিটন মিয়া, ৭নং ওয়ার্ডের রবিউল ইসলাম সুমন, ৮নং ওয়ার্ডের মো. আশাদুজ্জামান শেখ ফরিদ ও ৯নং ওয়ার্ডের আজাদুল ইসলাম।
এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ স্থানীয় সাংবাদিকগণ, মেয়র কাউন্সিলর গনের মনোনীত ব্যক্তিবর্গ ও রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।