বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেইন রোডে মটরসাইকেল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(৭জানুয়ারী) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ।
এসময় গাড়ির কাগজপত্র ও লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় মাহফুজুর রহমান (৪৫) কে ১হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসলাম বেবী।
মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর মেয়র বান্দরবানের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন এবং রাস্তার পাশে অবৈধভাবে বিভিন্ন গাড়ি পার্কিং ও মোটরসাইকেল পার্কিং না করার জন্য জনগণকে সচেতন করেন।
মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান ও সকল বৈধ কাগজপত্র সাথে রাখার জন্য বলা হয়।