শপথ গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। ৮ জানুয়ারি শুক্রবার সকালে তিনি পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সমাজসেবক রোস্তম আলী সরকারসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য; গতকাল ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।