রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে অন্ততঃ ৩জন নিহত হয়েছেন।
এ ঘটনায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১২জানুয়ারী) সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে কুতুকছড়ি এলাকায় অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির হোসেন জানান, সকালে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।