খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ২ইটভাটাকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় থ্রি আর ও ট্রিপল থ্রি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব এবং মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মিজ ফারজানা আক্তার ববি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধভাবে কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকার দায়ে ২ইটভাটার মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।