আজ বুধবার সকাল ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এসময় তারা ৪ টি দাবি তুলে ধরেন:
১। কোনো ভাবেই ১ বছর সেশন গ্যাপ মানি না ।
২। ১ম , ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাস এ পরীক্ষা নিতে হবে ।
৩। সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করো এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার অর্ধেক করো ।
৪। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে ।