কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু বিজয়ী হয়েছেন। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৯৭৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আব্দুর রহমান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট।
শনিবার (১৬ই জানুয়ারী) রাত ৮ টার দিকে নাগেশ্বরী উপজেলা পরিষদ, হলরুম থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ৮৫৮জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৩ হাজার ৪৭২ এবং মহিলা ভোটার সংখ্যা ২৩হাজার ৩৮৬ জন।