গাইবান্ধা সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ বেসরকারিভাবে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল্লা আল মামুন (নৌকা) পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট।
সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোট বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৫০৮টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৮৯টি।