গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষে পলাশবাড়ী থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ এর নেতৃত্বে একটি টিম ১৪ ফেব্রুয়ারি রবিবার ভোর ৪.৪০ ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন ৪নং বরিশাল ইউপির ৯নং ওয়ার্ডের ভগবানপুর মৌজাস্থ কোমরপুরহাটে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজেদুল ইসলামের বাসার সামনে কোমরপুরহাট হতে ঠুটিয়াপাকুরগামী পাঁকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মোঃ মানিক খন্দকার (২৫), পিতা-মোঃ মঞ্জুর আলম খন্দকার, মাতা-মোছাঃ লিপি বেগম, স্থায়ী: সাং-মধু মাঝিড়া, থানা ও জেলা-বগুড়া, সম্ভব্য ঠিকানা: শ্বশুর-মোঃ বছির উদ্দিন @ বাসির আহম্মেদ ডাক্তার, পিতা-মৃত আঃ রব, সাং-মাস্টার বাড়ি (কাউলতিয়া), থানা ও জেলা-গাজীপুর, বর্তমান: প্রযত্বে-মোঃ জাহাঙ্গীর আলম (ফুপাতো ভাই), বাসার মালিক-হামিদা বেগম, বাসা নং-নির ৭ দ্বিতীয় তলা, মহির উদ্দিন বাচ্চু রোড, থানা ও জেলা-গাজীপুর, ও মোঃ জিয়ারুল মন্ডল (২৩), পিতা-মোঃ রেজাউল মন্ডল, মাতা-জবা বেগম, সাং-ভগবানপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাদ্বয়কে ২০৭ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ জন সম্মুখে গ্রেফতার করে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ দৈনিক ‘মতপ্রকাশ’ পত্রিকার প্রতিনিধিকে ২ জন মাদক ব্যবসায়ী ও ২০৭ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।