কুড়িগ্রামে অরণ্য পরিবারের পক্ষ থেকে গাছ থেকে বিলবোর্ড অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি আব্দুস ছোবাহান জুয়েল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ফারুক এছাড়াও আরো উপস্থিত ছিলেন শহিনুল ইসলাম লিটন, নুরনবী সরকার, শরিফুল ইসলাম, মাসুদ রানা, বিপ্লব,আনিছুর প্রমূখ।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কুড়িগ্রাম শহরে গাছ থেকে ব্যানার ও বিলবোর্ড অপসারণের জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। কলেজ মোড় থেকে সার্কিট হাউজ রোডের বিলবোর্ড আমরা ইতিমধ্যে অপসারণ করেছি।
গাছে পেরেক ঠুকে ব্যানার ও বিলবোর্ড লাগানো বন্ধে সারা জেলায় খুব শীগ্রই এর ব্যাপকতা ছড়িয়ে যাবে। কোচিং মালিক বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যাক্তিদের নিজ নিজ বিলবোর্ড তুলে ফেলার জন্য চিঠি প্রদান করা হবে।