রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের কলাবাগান থেকে এক আদীবাসী নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।ওই নারীর নাম মেরিলা হ্যামব্রোম (২৩)। তিনি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের আটভাগ আদিবাসী গ্রামের নিমাই স্মরণের স্ত্রী।এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, ওই আদীবাসী নারী গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। সারারাত পরিবারের লোকজন খোঁজাখুঁজি কেেরা কোনো হদিস পায়নি। পরের দিন সকালে ওই নারীর মেয়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল বুধবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ কলাবাগানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো যাবে