নড়াইল পৌরসভার ক্ষমতা গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্ষমতা গ্রহণ করেন তিনি। এ সময় তার চোখে-মুখে ছিল আনন্দাশ্রু। আঞ্জুমান আরা খুলনা বিভাগের একমাত্র নারী মেয়র বলে পৌর পরিষদ সূত্রে জানা গেছে। এর আগে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি তাকে শপথবাক্য পাঠ করান।
এদিকে, মেয়র আঞ্জুমান আরার ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র রেজাউল বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, গোলাম মোর্ত্তজা স্বপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ নড়াইল পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
গত ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা মেয়র নির্বাচিত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভা ১৯৭২ সালে গঠিত হয়। ক্ষমতার পালা বদলে বিভিন্ন রাজনৈতিক দলের পুরুষ প্রার্থী মেয়র নির্বাচিত হন। তবে এবারই প্রথম নড়াইল পৌরসভায় আওয়ামী মনোনীত নারী মেয়র নির্বাচিত হলেন। শুধু নড়াইল পৌরসভার ক্ষেত্রেই নয়, আঞ্জুমান আরা খুলনা বিভাগের একমাত্র নারী মেয়র বলে জানিয়েছেন তিনি।
আঞ্জুমান আরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৌরবাসীকে যথাযথ সেবা দেয়ার চেষ্টা করব। কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।