খাগড়াছড়ির মহলছড়ি রোডে আকবারি নামক স্হানে র্যাব ৭এর এক অভিযানে ২বস্তা গাজাসহ ৩উপজাতীকে আটক করা হয়েছে। রবিবার(৭মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্রগ্রাম থেকে আগত র্যাব ৭ এর অধিনায়ক মেজর মুসফিক’র নেতৃত্বে অভিযান চালিয়ে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহালছড়ি রোডে আকবারি নামক স্হান হতে ৩জনকে ২বস্তা গাজাসহ আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলো- খাগড়াছড়ি সদরের দূগ্গাছড়ি এলাকার কংচাই মার্মা’র ছেলে, আপ্রূ মং মার্মা(৪৫), গুইমারার ইন্দ্রমনি কারবারি পাড়ার চীত্ত রন্জন চাকমার ছেলে, দীপন চাকমা(৪০), একই এলাকার মৃত রবিন্দ্র চাকমার ছেলে, কল্প চাকমা(২৬)। বিকেলে তাদেরকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশিদ জানান, এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।