Thief Guard App ব্যবহার করছেন, তাই আপনার মোবাইলটি চুরি হয়ে গেলে করনীয়:
চুরি হওয়া মোবাইলটিকে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। যে ইমেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন ঐ ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে অন্য ডিভাইস বা কম্পিউটার দিয়ে User LogIn দিয়ে চুরি হয়ে যাওয়া মোবাইলটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন এভাবে:-
সাইলেন্ট ক্যামেরা: চুরি হওয়া মোবাইলটির ক্যামেরা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ফোনটি কোথায় কোথায় যাবে তার ছবি দিতে থাকবে।
GPS অন করে দিন। লোকেশন জানাতে থাকবে।
রিং বাজানোর অপশন অন করুন। আপনার আশে পাশে কেউ নিয়ে থাকলে রিং বেজে উঠবে।
চুরি হওয়া মোবাইলটি স্ক্রীন লক করে দিতে পারবেন।
ফোনটি ট্র্যাক করতে পারবেন। ফোনের প্যাসিভ লোকেশটি জানতে পারবেন।