খাগড়াছড়ির দীঘিনালায় জীপগাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার(২৪মার্চ) সন্ধ্যায় মেরুং ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ দূর্ঘটনাটা ঘটে।
জানা যায়, লংগদু হতে দীঘিনালা আসার পথে বিপরীত দিক থেকে আসা জীপগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে চৌংড়াছড়ির রঞ্জণমনি কার্বারী পাড়ার শশীদানন্দ চাকমার ছেলে নির্মল জ্যোতি চাকমা(৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হন৷তিনি চৌংড়াছড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।