গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তের কারণে ভাড়া বাড়ল ৬০ ভাগ। নতুন এই ভাড়া বুধবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরবর্তী দুই সপ্তাহ এই বর্ধিত ভাড়া বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়।
এর আগে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এর আগে দীর্ঘদিন গণপরিবহন চলাচল বন্ধ থাকে।