ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ নামক স্থানে ট্রাকের চাপায় ২ ভ্যান যাত্রী নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার সেনবাগ নামক স্থানে সোমবার সকাল ৬ টার দিকে নাটোর থেকে ঝলমলিয়া হাটে চার্জার ভ্যানযোগে রসুন বিক্রি করতে আসছিলো এমন সময় রাজশাহীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১১-০৯৮৯) পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন ভ্যান যাত্রী নিহত ও ৩ জন আহত হয়।
নিহত ব্যাক্তিরা হল নাটোর সুলতানপুর এলাকার শাহাদত হোসেনের ছেলে শহিদুল (৪৫) এবং একই এলাকার সোহবান শেখের ছেলে সামাদ(৬০)।
এব্যাপারে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে পুঠিয়া মেডিকেলে পাঠায়। এবং নিহতদের উদ্ধার করি এবং নিহতের স্বজনদের আবেদনের পেক্ষিতে তাদের কাছে লাশ হস্তান্তর করি । ঘটনা স্থল থেকে ট্রাকটি আটক করে মামলার প্রক্রিয়া চলছে।