দিনাজপুর ঘোড়াঘাটে গত কাল ২৩ জুলাই পৌর সভার আজাদ মোড়, বাঘের হাট হতে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দলের’ ৩ জন কে আটক করে ব্যাটালিয়ন সদর রংপুর র্যাব-১৩।
জানা যায়, ২৩ জুলাই বিকাল ৩:১০ থেকে ৩:৩০ ঘটিকার মধ্যে ডিএডি মোঃ বাবুল খাঁন নেতৃত্বে তিন জনকে আটক করে র্যাব।
আটক কৃত আসামিরা গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফুলহারের ১. মোঃ আব্দুর গনি আকন্দ এর ছেলে মোঃ বিপ্লব হোসেন(৩৩) ২. বজরুক বোয়ালিয়া মধ্যপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ @ তোফায়েল আলম@শিমু(৩২), ৩.ফুলহারের মোঃ মুনসুর আলীর ছেলে মোঃ মওলা মিয়া (৪০)।
এরা সকলেই নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দল সংগঠনের ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র,চাঁদার মাধ্যমে সাহায্য ও সহায়তা,উগ্রবাদী বই,লিফলেট বিতারণ ও সংগঠনের অর্থ সংগ্রহের সাথে যুক্ত বলে জানা যায় এবং পরবর্তীতে ২৪ জুলাই ঘোড়াঘাট থানায় এজাহার দায়ের সহ আসামি দ্বয় কে থানায় সোর্পদ করে রংপুর র্যাব-১৩।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান,ডিএডি মোঃ বাবুল খাঁন ব্যাটালিয়ন সদর র্যাব-১৩ রংপুর এর অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী ২০১৩) ধারায় এজাহার দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন।