নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের তরুন ও জনপ্রিয় চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন। আজ(বৃহস্পতিবার) সকাল ৯টায় তিনি তাঁর নিজ বাড়িতে ইউনিয়নের গরীব অস্বচ্ছল মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন।
নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, করোনা দূর্যোগকালীন সময়ে সকলের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা এবং সহায়তা করা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি আমার কর্তব্যবোধ থেকে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকে অদ্যাবদি তিনি ব্যক্তিগতভাবে ইউনিয়নের সাধারণ মানুষকে সহায়তা করে তাদের পাশে রয়েছেন।
স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দান অনুদানে পারিবারিক ঐতিহ্য ধরে রেখে এবং তাঁর ব্যক্তিগত আচার আচরন ও কর্ম দিয়ে ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।