গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শালমাড়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শালমারা-২ প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি রুমে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্য শিক্ষক নিয়োগ ডায়েরি, রেজিস্ট্রার বহি, নগদ অর্থ ৫ হাজার, কাপড্রেজ, সিরামিক এনার্জি বাল্ব, ৩৬ জোড়া জুতা, জার্সি ১১ পিস, ঔষধ বক্স চুরি হয়েছে।
প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম জানান, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় রাতের আধারে এ চুরি সংগঠিত হয়েছে। ঘটনার দিন সকালে স্কুলের সেমিপাকা ঘরের টিন উত্তর পাশে মাটিতে পড়ে আছে তা স্থানীয়রা দেখতে পায়। আমি বিষয়টি জানার পর দ্রুত স্কুলে এসে দেখি লাইব্রেরি রুমে সবকিছু এলোমেলো দেখতে পাই। স্কুলে কোন নৈশপ্রহরী নাই। এ বিষয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তবে সচেতনমহল বলছে স্কুলে নৈশপ্রহরী না থাকার সুযোগে এ চুরি সংঘঠিত।