রাজধানীতে প্রকারভেদে প্রতিটি গরুর চামড়া ১০০ থেকে ৫০০ টাকা ও ছাগলের চামড়া ৫-১০ টাকায় বা কখনো কোথাও ফ্রিতেই দেয়া হচ্ছে। দাম নির্ধারণ করে দেয়া ও রফতানির ঘোষণার পরও পানির দরে বিক্রি হচ্ছে চামড়া।
রাজধানী ঢাকার জিগাতলা ট্যানারি মোড় ও পোস্তার আড়তসহ সর্বত্র শনিবার চামড়ার কেনাবেচা এমনই দেখা গেছে। দেশের সব জায়গাতেই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কমে বিক্রি হচ্ছে চামড়া। অথচ গতবারের চেয়েও কোরবানির পশুর চামড়ার দাম এবার ২০ থেকে ২৯ শতাংশ কমিয়ে ধরা হয়েছে।
সবচেয়ে বড় বিষয় এবার মৌসুমী ব্যবসায়ীদের দেখা যায়নি। বগুড়ায় শনিবার বড় বড় ব্যবসায়ীরা দোকান বা রাস্তার পাশে বসে দিনভর চামড়া কিনেছেন। মূল্য কম হওয়ায় অনেক কোরবানিদাতা চামড়া বিক্রি না করে মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেছেন।
চামড়ার বাজারে এমন ধস নামায় অসহায় দরিদ্ররা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। আলেম সমাজও ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।