ঢাকার সেগুনবাগিচায় একটি কাগজের প্রেসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে তোপখানা রোডে ওই প্রেসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা গন মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও সূত্রপাত এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি।