জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি।
বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় যুব সংহতিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পার্টির চেয়ারম্যান ও নব নির্বাচিত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে গেলে জনাব কাদের এ কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে এক বুক প্রত্যাশা নিয়ে। দেশের মানুষের বিশ্বাস জাতীয় পার্টিই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে নতুন বাংলাদেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, প্রচার সম্পাদক মসুদুর রহমান মাসুম সহ আরো অনেকে।